বাচ্চাদের গ্যাসের সিরাপ

আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাই বড়দের মতো বাচ্চাদেরও পেটে গ্যাস হতে। আজ আমরা বাচ্চাদের গ্যাসের সিরাপ নিয়ে কথা বলব। সাধারণত বাচ্চারা তাদের পেটে গ্যাস হলে কান্নাকাটি করে,  চেহারা লাল বর্নের হয়ে যায়। তাছাড়া তাদের কে খাওয়ানোর পর শরীর মোচড়াতে থাকে এবং হাত মুঠো করে রাখে বা পা ভাঁজ করে পেটের কাছে এনে রাখতে দেখা যায়। 

বাচ্চারা কখনো তা মুখে বলতে পারেনা আসলে তাদের কি সমস্যা হচ্ছে। তখন বাচ্চারা বায়ু ত্যাগ করতে পারে। তাদের পেটে গ্যাসের সমস্যা হলে আপনাকে এটা লক্ষণ দেখে বুঝে নিতে হবে। অনেক কারণেই  বাচ্চাদের পেটে গ্যাসের সমস্যা হতে পারে। 

বাচ্চাদের গ্যাসের সিরাপ
বাচ্চাদের গ্যাসের সিরাপ

বাচ্চাদের গ্যাস কেন হয়?

বাচ্চাদের শিশুকালে পরিপাকতন্ত্র ধীরে ধীরে সংঘটিত হওয়ার কারণে হজম সমস্যা হয় এবং পেটে গ্যাসের সমস্যা হয়ে থাকে।
দ্রুত খাবার খেলে কিংবা বেশি আস্তে আস্তে খেলে তাদের গ্যাস হয়ে পারে।
বাচ্চাদেরকে অতিরিক্ত পরিমাণ দুধ পান করালেও গ্যাসের সমস্যা হতে পারে।
বাচ্চাদেরকে নিয়ম অনুযায়ী পানি পান করাতে হবে পানি কম খেলে তাদের গ্যাস হয়ে যেতে পারে।
বাঁধাকপি, ফুলকপি ও ব্রকলি জাতীয় খাবারের কারণেও বাচ্চাদের গ্যাস হয়।
বাচ্চাদের কে জুস খাওয়ানোর কারণে গ্যাস হয়।
বাচ্চারা অতিরিক্ত কান্না করার ফলে তাদের পেটে কিছু পরিমাণ বাতাস ঢুকতে পারে। যা গ্যাসে পরিণত হয়।
পেটে গ্যাস হতে পারে এমন খাবার যদি বাচ্চার মা খায়  শিশুরও গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা থাকে।

বাচ্চাদের পেটে গ্যাস হলে করণীয়

বাচ্চা যদি খেয়ে থাকে তবে ফিডার বানিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর বাচ্চাকে খাওয়াতে হবে।
যে খাবারে ফেনা কম হয় এমন খাবার খাওয়াবেন।
বাচ্চার পেটে আলতো করে মেসেজ করতে পারেন এতে উপকার পেতে পারেন।
বেশি সমস্যা হলে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবেন।

বাচ্চাদের গ্যাসের সিরাপ তালিকা ও দাম

ফ্লাকোল ড্রপ ( বাচ্চাদের গ্যাসের সিরাপ)

খাওয়ানোর নিয়ম: ফ্লাকোল ড্রপ (বাচ্চাদের গ্যাসের সিরাপ) স্কয়ার কোম্পানির শিশুদের গ্যাসের ড্রপ ওষুধ। যেটির গ্রুপ নাম সিমেথিকন। এটি সেবনে তেমন কোন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় না। তবে কারো কারো ক্ষেত্রে শুধু পাতলা পায়খানা হতে পারে। বড়দের জন্য এটি ট্যাবলেট ট্যাবলেট আকারে পাওয়া যায়। এটি দুই বছরের কম বয়সী শিশুদের জন্য ২০ মি.গ্রা. (০.৩ মি.লি.) করে খাওয়াতে হবে। প্রতিদিন চারবার খাওয়াতে হবে। আর দুই থেকে বারো বছর বয়সী শিশুদের জন্য ৪০ মি.গ্রা. (০.৬ মি.লি.) করে খাওয়াতে হবে। প্রতিদিন চারবার খাওয়াতে হবে। 

 ১৫ মিলি ড্রপ সিরাপ এর দাম ৩৫.১১ টাকা মাত্র।

ফ্যামোট্যাক সিরাপ
খাওয়ানোর নিয়ম: ফ্যামোট্যাক স্কয়ার কোম্পানির বাচ্চাদের গ্যাসের সিরাপ ওষুধ। যেটির গ্রুপ নাম ফ্যামোটিডিন। এটা দীর্ঘ সময় কাজ করে থাকে একবার খেলে। প্রায় ১২ ঘন্টা। এই সিরাপ কিছুদিন খাওয়ালে গ্যাস্ট্রিক সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবে শিশু। ১ থেকে ১৬ বছর বয়সী শিশুদের জন্য প্রতি কেজি ওজনের জন্য ০.৫ মি.গ্রা. করে প্রতিদিন খাওয়াতে হবে। খাবার গ্রহণের আগে সেবন করা ভালো। অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিবেন।
দাম: স্কয়ার কোম্পানির এই সিরাপটির মূল্য ৫০ টাকা।

বাচ্চাদের গ্যাসের সিরাপ  তালিকা ও দাম নিচে দেওয়া হলো:

‌Neodrop Beximco Company 30 TK


‌Pedicon Orion Company 30 TK


‌Semecon Drug Company 46 TK


‌Simet ACI Company 30 TK


‌Flatunil Acme Company 35 TK


‌Gasnil Eskayef Company 30 TK


‌Lefoam Incepta Company 30 TK


‌Simethi Zenith Company 30 TK


‌Naunehal Harbal Company 75 TK


Post a Comment

Previous Post Next Post

যোগাযোগ ফর্ম