বাচ্চারা কিছু গিলে ফেললে করণীয়?

সাধারণত ছোট বাচ্চারা স্বভাবতই চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। খেলার ছলে কতইনা দুর্ঘটনার শিকার হতে হয় তাদের। তাই আজকে আমরা জানব বাচ্চারা কিছু গিলে ফেললে করণীয় কি, ছোট বাচ্চারা কোন কিছু গিলে ফেলার কারণে মারাত্মক দুর্ঘটনা হয়ে যেতে পারে। তাই এই দুর্ঘটনা থেকে বাচতে এটি একটি জরুরি অবস্থা। কারণ, বাচ্চাদের খাদ্যনালি বড়দের তুলনায় অনেকটাই ছোট। যার কারনে বাচ্চাদের খাদ্যনালিতে সহজেই যেকোনো কিছু আটকে যেতে সময় লাগবে না। সাধারণত বোতাম, পয়সা, পিন, মাছের কাঁটা, হাড়, ব্যাটারি, খেলনা বা খেলনার ছোট অংশ বাচ্চাদের গলায় আটকে যায়। আটকানো বস্তুটি আকারে বড় হলে খাদ্যনালি বেয়ে নিচে নামার বদলে গলায় আটকে যেতে পারে। পিন, ব্যাটারি বা চুম্বক গলায় আটকালে খাদ্যনালির নরম আবরণের বড় ক্ষতি করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাদের খাদ্যনালি ফুটো হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে।

বাচ্চারা কিছু গিলে ফেললে করণীয়?
বাচ্চারা কিছু গিলে ফেললে করণীয়?


কোন কোন সময় ছোট বাচ্চারা কিছু গিলে ফেল্লে কিংবা কোন সমস্যা হলে, মা–বাবারা বুঝতেও পারেন না আসলে কি সমস্যা হয়েছে। এ ক্ষেত্রে মা বাবাদের আরো ভালো করে লক্ষ রখতে হবে, যে আমাদের ছোট সোনামণিটা ঠিকমতো শ্বাস নিতে পারছে কি? বুকে ব্যথা হচ্ছে কি? বা বুকে কিছু আটকে থাকার অনুভূতি আছে কি না। অনেক ক্ষেত্রে বাচ্চা ঢোঁক গিলতে সমস্যা হবে বা ঢোক গিলতে পারবে না। এ সময়  অবিরত লালা ঝরতে থাকবে, বমি করবে কিংবা খাবার খেতে চাইবে না। এর কারণে গলা দিয়ে রক্ত বা কাশিও আসতে পারে। বস্তুটি পাকস্থলীতে আটকালে পেটব্যথা এবং রক্ত মেশানো পায়খানা হতে পারে। বস্তুটি অনেক দিন আটকে থাকার ফলে জ্বর হতে পারে এবং ওজন হ্রাস পেতে পারে। তবে যদি সন্দেহ থাকে, তাহলে সঙ্গে সঙ্গে একজন অভিজ্ঞত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

বাচ্চারা কিছু গিলে ফেললে করণীয়

বাচ্চারা কিছু গিলে ফেললে অনেক সময় এন্ডোস্কোপের সাহায্যে অপসারণ করতে হয়। এ ক্ষেত্রে কখনোই দেরি করবেন না।

বাচ্চারা সহজেই মুখে নিয়ে গিলে ফেলতে পারে, এমন বস্তু বা ছোট জিনিস তাদের হাতে দিবেন না, মা–বাবাকে সব সময় এটা খেয়াল রাখতে হবে। বাচ্চারা কিছু গিলে ফেললে করণীয় 

ছোট বাচ্চাদের খেলনা কেনার সময় খেলনাটি কত বছরের বাচ্চাদের উপযোগী, সেটা জেনে তারপর কিনবেন। যে সব বস্তু গিলে ফেলতে পারে, তা বাচ্চার হাতের নাগালের বাইরে রাখবেন।

Post a Comment

Previous Post Next Post

যোগাযোগ ফর্ম